আমার ওয়েবসাইটটি সবাই ভিজিট করবেন এখানে সব ধরনের টেকনোলজি এবং ট্রিক শেয়ার করা হয়। যদি সাইটটি আপনাদের কাছে ভালো লাগে,তাহলে সাইটটিতে ভিজিট করবেন সাইটটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার www.facebook.com/mdsumonislam552768 ফেজবুক পেজে লাইক কমেন্ট করবেন। ♣♥ধন্যবাদ সবাইকে ♥♣

নতুন PC User রা দেখে নিন Windows এর সকল Keyboard Shortcuts গুলো

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। এই আর্টিকেলটি ঐসব লোকদের জন্যে যারা নতুন পিসি কিনেছেন কিংবা কি-বোর্ড এর কোন কি গুলো কি কাজে ব্যবহার করা যায় এসব জানেন না কিংবা অল্প জানেন। এমন না যে শুধু নতুন ইউজারদের ক্ষেত্রেই বিষয়টা এমন। অনেক পুরাতন ইউজাররাও এত এত শর্টকাট মনে রাখতে পারেন না। পরিস্থিতি যেমনি হোক, আপনাকে এটা স্বীকার করতেই হবে যে কি-বোর্ড এর শর্টকাটগুলো আমাকে দৈনন্দিন পিসি বা ল্যাপটপ যা ই ব্যবহার করি না কেন এর Productivity অনেকাংশেই বাড়িয়ে দেয়। আজ আমরা এই আর্টিকেলে এমন সব কি-বোর্ড শর্টকাটগুলো চিনে রাখবো যেগুলো আমাদের উপকারে আসতে পারে। আপনি চাইলে পোস্টটি সেভ করেও রাখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি। Ctrl + C – Copy selected text or item (কোনো লিখা কপি করতে) Ctrl + V – Paste copied text or item (কোনো কপিকৃত লিখা পেস্ট করতে) Ctrl + X – Cut selected text or item (কোনো লিখা কাট করতে) Ctrl + Z – Undo previous action (আগের অবস্থায় ফিরিয়ে নিতে) Ctrl + A – Select all text or items in a document or folder (একসাথে সব ফাইল বা আইটেম সিলেক্ট করতে) Ctrl + F – Find a specific word or phrase in a document or webpage (কোন নির্দিষ্ট শব্দ কিংবা বাক্যাংশ কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের কোনো ওয়েবপেজের ভিতরে খুঁজে পেতে) Ctrl + N – Open a new window in the current program (একই প্রোগ্রামের ভিতরে নতুন একটি উইন্ডো খুলতে) Ctrl + W – Close the current window or tab (এখন যে উইন্ডো টি ওপেন করা আছে সেটি বন্ধ করতে) Ctrl + S – Save the current document or file (বর্তমানে যে ফাইলটি খোলা আছে সেটি সেভ করতে) Ctrl + P – Print the current document or webpage (বর্তমানে যে ডকুমেন্ট বা ব্রাউজারে যে ওয়েব পেজটি খোলা আছে সেটি প্রিন্ট করতে) Ctrl + O – Open a file in the current program (এখন যে প্রোগ্রামটিতে আছেন এর একটি ফাইল খুলতে) Ctrl + Alt + Del – Open the Task Manager (টাস্ক ম্যানেজার খুলতে) Alt + Tab – Switch between open programs (একটি প্রোগ্রাম থেকে আরেকটি প্রোগ্রামে সুইচ করতে) Windows key + D – Show desktop (যেকোনো প্রোগ্রামে বাকি মেয়ে আপনি থাকুন না কেন করলে আপনাকে সাথে সাথে ডেক্সটপ মোডে নিয়ে যাবে) Windows key + E – Open File Explorer (আপনার windows এর ওপেন হয়ে যাবে এই কি প্রেস করলে) Windows key + L – Lock your computer (আপনার কম্পিউটারকে লক করতে পারবেন এই দুটি কি এর সাহায্যে) Windows key + R – Open the Run dialog box (এর মাধ্যমে ডায়লগ খুলতে পারবেন এবং সেখান থেকে অপশনে যেতে পারবেন cmd বা control panel এ। আপনি শুধু এই কি দুটি প্রেস করে উক্ত সার্চ বক্সে লিখবেন মিস করবেন এবং সাথে সাথে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে) Windows key + P – Project your screen (আপনার স্ক্রিন কে প্রজেক্ট করতে) Windows key + X – Open the Quick Link menu (quick link menu ওপেন করতে) Windows key + T – Cycle through the apps on the taskbar (টাচ বাড়ে যে এপগুলো থাকে সেগুলোর একটি থেকে আরেকটিতে সুইচ করতে) Windows key + Tab – Open the Task View (টাস্ক ভিউ ওপেন করতে) Windows key + I – Open the Settings app (আপনার windows এর ডিফল্ট সেটিং অপশনটি ওপেন করতে

0 Response to "নতুন PC User রা দেখে নিন Windows এর সকল Keyboard Shortcuts গুলো"

Post a Comment

ads